ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট বা ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে না দেয়ার আহ্বান জানালো পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
এতে আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এ ধরনের কাজ করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ সদর দপ্তর সবার প্রতি আহ্বান জানাচ্ছে।
কে/ জেএইচ